জুলাই সনদের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:৪৮

ছবি : বাংলাদেশের খবর
জুলাই সনদের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ‘জুলাই আন্দোলনে’ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এ আন্দোলন শুরু করেন তারা।
এর আগে সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। পরে হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে ‘জুলাই সনদ দিতে হবে, নিহতদের স্বীকৃতি চাই, আহতদের চিকিৎসা নিশ্চিত কর’— ইত্যাদি স্লোগান দেওয়া শুরু করেন।
শেরপুর থেকে আসা সোহেল রানা নামের এক আন্দোলনকারী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছি। সরকার যদি জুলাই সনদ মানে, তাহলে আমরা আজকের সমাবেশের পর আন্দোলন স্থগিত করব। না মানলে আমরা পরবর্তী ধাপে কঠোর কর্মসূচির ঘোষণা দেব।
এদিকে, বিক্ষোভকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে। যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।
- এমএএস/এটিআর