Logo

রাজধানী

জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১৮:২৯

জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ

ছবি : সংগৃহীত

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। 

শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল পর্যন্ত চলমান রয়েছে। যেখানে শহীদ পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির মধ্যেও বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। সড়কের চারপাশে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। ফলে শাহবাগ মোড় হয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

‘জুলাই যোদ্ধা সংসদ’-এর মুখ্য সংগঠক মাসুদ রানা জানান, সরকার দাবি পূরণ না করা পর্যন্ত তাঁরা শাহবাগ ত্যাগ করবেন না।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, অবরোধকারীরা বৃহস্পতিবার রাতভর শাহবাগ মোড়ে অবস্থান করেছেন এবং শুক্রবার দুপুর পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বৃষ্টির মধ্যেই তাদের সেখানে অবস্থান করতে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান শুরু করেন।

ডিআর/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহবাগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর