গুলিস্তানের সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:৪৯
-688d9ffb5445d.jpg)
রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের ৫ম তলায় এ আগুনের সূত্রপাত ঘটে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ১০টা নাগাদ আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পর্যায়ক্রমে আরও ১০টি ইউনিট সেখানে যোগ দেয়।
ডিআর/এমবি