মাইলস্টোন খুলল সীমিত পরিসরে, দোয়া মাহফিলে নিহতদের স্মরণ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১২:২৫

ছবি : বাংলাদেশের খবর
উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার ১২ দিন পর আজ সীমিত পরিসরে খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। আজ রোববার (৩ আগস্ট) সকালে দোয়া মাহফিল, শোক ও স্মরণসভা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হয়। তবে আজ কোনও একাডেমিক ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না।
সকাল সাড়ে ১০টার দিকে কলেজ চত্বরে অনুষ্ঠিত এই মিলাদ ও স্মরণসভায় অংশ নেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা।
গত ২১ জুলাই ২১ জুলাই ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষ তিন দফায় ছুটি বাড়ায়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।
তবে ছুটির মধ্যেও চালু ছিল কলেজের প্রশাসনিক কার্যক্রম। আহতদের সহায়তায় গঠন করা হয়েছিল একটি কন্ট্রোল রুম।
এসআইবি/এমএইচএস