Logo

রাজধানী

রাজধানীতে আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের ঘটনায় গ্রেপ্তার ২৬

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১৯:৪১

রাজধানীতে আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের ঘটনায় গ্রেপ্তার ২৬

ছবি : সংগৃহীত

রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকে কেন্দ্র করে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান।

ডিসি তালেবুর বলেন, গত ৮ জুলাই কেবি কনভেনশন হলে অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ অনুষ্ঠানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, এ মামলার আওতায় আরও কয়েকজনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সিটিটিসিসহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আমরা সার্বক্ষণিক প্রস্তুত।’

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর