Logo

রাজধানী

মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৪:৫৩

মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

নিহত মো. জামাল হোসেন। ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে দুর্বৃত্তদের গুলিতে আহত মো. জামাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মো. জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তার ভাই সজল প্রথম আলোকে বলেন, শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে মহাখালী সাত তলা বস্তিতে বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে দাঁড়িয়ে ছিলেন জামাল। এ সময় দুজন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ করে তার মাথায় গুলি করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় জামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চার দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে সোমবার রাতে তিনি মারা যান।

জামালের পরিবার জানায়, তিনি মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে পরিবারসহ বসবাস করতেন। তার বাবার নাম মুন্নাফ আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বনানী থানাকে অবহিত করা হয়েছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর