Logo

রাজধানী

মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৬:১৮

মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১০

গ্যাস বেলুন বিস্ফোরণে সেখানে বিদ্যুতের তারে আগুন ধরে যায়। ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রা বা আনন্দমিছিলের অংশ হিসেবে আয়োজকরা বড় আকারের গ্যাস বেলুন প্রস্তুত করছিলেন। একপর্যায়ে কিছু মানুষ বেলুন নিয়ে টানাটানি শুরু করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে আশপাশে থাকা অন্তত ১০ জন আগুনে ঝলসে যান। দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাদ (২০), মো. মনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিহাত (১৭)।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, দগ্ধদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়। বেশিরভাগের হাত ও মুখে সামান্য দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে

এদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিরাপত্তার স্বার্থে বেলুনে ব্যবহৃত গ্যাস ও বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মসূচি কিছুক্ষণ বন্ধ থাকে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এনএমএম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর