নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আ.লীগের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:১১

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৬ আগস্ট) বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।
- এনএমএম/এটিআর