Logo

রাজধানী

যমুনা এলাকায় আবারও সভা-সমাবেশ নিষিদ্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:৪৬

যমুনা এলাকায় আবারও সভা-সমাবেশ নিষিদ্ধ

ছবি : সংগৃহীত

রাজধানীর যমুনা এলাকা এবং বাংলাদেশ সচিবালয়সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে আবারও সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও অবস্থান কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৬ আগস্ট) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারার ক্ষমতা বলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে—প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’, বাংলাদেশ সচিবালয় এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টো রোড ক্রসিং পর্যন্ত বিস্তৃত অঞ্চল।

গত কয়েক সপ্তাহে যমুনা ও সচিবালয় এলাকায় বেশ কয়েকটি বিক্ষোভ ও রাজনৈতিক কর্মসূচি দেখা গেছে। নিষিদ্ধ ঘোষিত এলাকা হয়েও এসব কর্মসূচি থামানো যায়নি, যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। 

উল্লেখ্য, সম্প্রতি যমুনা ঘিরে রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচি এবং নিরাপত্তা উদ্বেগ বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী এই এলাকায় নজরদারি জোরদার করেছে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর