Logo

রাজধানী

ভুয়া কাগজ দিয়ে মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে যুবক আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:০২

ভুয়া কাগজ দিয়ে মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে যুবক আটক

আটক যুবক। ছবি : বাংলাদেশের খবর

বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় শনিবার (২ আগস্ট) মিরপুর ট্রাফিক বিভাগের ডাম্পিং ইয়ার্ডে রাখা হয়েছিল রমজান আলীর মোটরসাইকেল। পরে তিনি জালিয়াতি করে ভুয়া রেকার স্লিপ এবং ডাম্পিং স্লিপ তৈরি করে মোটরসাইকেলটি উদ্ধার করার চেষ্টা করেন।

রোববার (১০ আগস্ট) ডাম্পিং ইয়ার্ডে ভুয়া কাগজপত্র নিয়ে উপস্থিত হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা সন্দেহজনক আচরণ লক্ষ করেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশ সার্জেন্ট সিসিটিভি মনিটরে ঘটনাটি নজরে আনেন এবং তদন্তে জানা যায়, জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর ও সিল নকল করা হয়েছে।

তিনি আরও জানান, রমজান আলীকে আটক করে তার কাছ থেকে জালিয়াতি করে প্রস্তুতকৃত কাগজপত্র জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর