Logo

রাজধানী

মেডিকেলের পার্কিংয়ে গাড়ি থেকে উদ্ধার ২ মরদেহের পরিচয় মিলেছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:১৮

মেডিকেলের পার্কিংয়ে গাড়ি থেকে উদ্ধার ২ মরদেহের পরিচয় মিলেছে

ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজার মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে সাদা রঙের একটি টয়োটা ফিল্ডার গাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান ভবনের বেজমেন্টে গাড়ির ভেতরে মরদেহ দুটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে গাড়ির নম্বর প্লেটের তথ্য মিলিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করে।

গাড়ির মালিক জানান, নিহতরা হলেন তার চালক জাকির ও তার সঙ্গী নিজাম—দুজনেরই বাড়ি নোয়াখালীর চাটখিলে। 

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১০ আগস্ট) ভোরে গাড়ির মালিক হাসপাতালে চিকিৎসাধীন আত্মীয়কে দেখতে আসেন। তখন তার সঙ্গে চালক ছাড়াও আরও একজন ছিলেন। পরে মালিক একা চলে গেলেও চালক ও তার সঙ্গী গাড়িতেই অবস্থান করছিলেন।

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ বলেন, ‘সিআইডিসহ এক্সপার্ট টিম তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। তদন্ত শেষে জানা যাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু।’

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর