Logo

রাজধানী

মাদক কারবারি ধরতে জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:৫৮

মাদক কারবারি ধরতে জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারিদের মধ্যে মাদকের স্পট দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষ চলছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়।

এডিসি জুয়েল রানা জানান, মাদক কারবারিরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠালেও জামিনে এসে আবারও মাদক কারবার দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই আবারও গ্রেপ্তার করা হবে এবং পর্যায়ক্রমে যৌথ অভিযান চালানো হবে।

  • এনএমএম
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর