Logo

রাজধানী

মগবাজারে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:০৮

মগবাজারে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

রাজধানীর মগবাজারের দিলুরোডে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবুল বেপারী (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হাতিরঝিল থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, গত শুক্রবার (৮ আগস্ট) বিকেলে বাবুল বেপারী শিশুটিকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানায়। এরই প্রেক্ষিতে সোমবার শিশুর নানা একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত বাবুল বেপারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।

  • এনএমএম
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর