মেডিকেলের পার্কিংয়ে গাড়িতে ২ মরদেহ : পরিবারের দাবি হত্যা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৫:৪৮
-689b0df205294.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেজমেন্ট পার্কিং থেকে দুইজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। নিহতরা হলেন— নোয়াখালীর চাটখিলের গাড়িচালক জাকির হোসেন ও তার বন্ধু মিজানুর রহমান। তাদের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা, যার পেছনে রয়েছে পুরনো আর্থিক বিরোধ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত ১০ আগস্ট ভোরে গাড়ির মালিক তার এক আত্মীয়কে দেখতে হাসপাতালে আসেন। সঙ্গে ছিলেন চালক জাকির ও মিজানুর। কিছুক্ষণ পর মালিক একা চলে গেলেও চালক ও তার বন্ধু ওই সাদা টয়োটা ফিল্ডার গাড়িতেই থেকে যান।
পরদিন ১১ আগস্ট দুপুরে হাসপাতালের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পার্কিংয়ে থাকা গাড়ি থেকে দুর্গন্ধ পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, ভেতরে দুইজনের নিথর দেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং গাড়ির মালিককে শনাক্ত করে।
ঢামেক হাসপাতালের মর্গে লাশ নিতে এসে জাকিরের পরিবার অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে দালালের প্ররোচনায় পল্টনের একটি ট্রাভেল এজেন্সিকে আমেরিকা যাওয়ার জন্য ২৫ লাখ টাকা দিয়েছিলেন জাকির। কিন্তু এজেন্সি তাকে পাঠাতে ব্যর্থ হয় এবং টাকাও ফেরত দেয়নি। গত ১০ আগস্ট টাকা ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরদিনই জাকির ও মিজানের লাশ পাওয়া যায়। পরিবারের দাবি, এই টাকা সংক্রান্ত বিরোধের জেরেই তাদের হত্যা করা হয়েছে।
ডিএমপির রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম জানান, ঘটনাস্থলে সিআইডি ও অন্যান্য বিশেষজ্ঞ দল তদন্ত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, সব ধরনের তদন্ত শেষে বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ।
এনএমএম/এমএইচএস