Logo

রাজধানী

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মহাসমাবেশ চলছে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১২:৩৯

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মহাসমাবেশ চলছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক একত্রিত হয়েছেন। সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত অবস্থান নিয়েছেন শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলোকে বিকল্প পথে চালানো হচ্ছে। সমাবেশটির আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

শিক্ষকরা বলেন, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি।

তারা বলেন, বারবার আশ্বাস নিয়ে ফিরে গেছি। এবার আর আশ্বাসে কাজ হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকব।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ দাবিগুলো জানিয়ে আসছি। ২০১৮ সালে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, তবে বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি নেই। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি। বছরের পর বছর আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি। 

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর