তিন দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৮:১৫
---2025-08-13T181452-689c81d3d3292.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কোরিয়ায় গমনেচ্ছু ইপিএস কর্মীরা বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে মানববন্ধন শেষে কর্মীরা ভবনের মূল প্রবেশপথ ও সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন। পরে ভবনের ভেতর থেকে বের হওয়ার ফটকও বন্ধ করে দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
দুপুরের পর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বোয়েসেল কর্তৃপক্ষ বৈঠকে বসে। প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনা চলছিল।
আন্দোলনকারীরা জানান, ইপিএসের মাধ্যমে কোরিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বোয়েসেল ও এইচআরডি কোরিয়া দুইটি সংস্থা কাজ করে। তবে বোয়েসেলের অব্যবস্থাপনা ও অদক্ষতার কারণে চাহিদার চেয়ে অতিরিক্ত সার্কুলার দিয়ে রোস্টার তৈরি হওয়ায় হাজারো কর্মীর নাম রোস্টার থেকে মুছে গেছে এবং অনেকেই ভবিষ্যতে একই পরিস্থিতির মুখে পড়বেন। বর্তমানে পাসকৃত ও রোস্টারভুক্ত ২১ হাজার কর্মী ভিসার অপেক্ষায় আছেন, যাদের অনেকে দুই বছরের রোস্টার মেয়াদ শেষ হওয়ার পথে।
এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলেও কোনও কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের।
কোরিয়াগামী ইপিএস কর্মীদের তিন দফা দাবি হলো-১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে বোয়েসেল এমডি ড. মল্লিক আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. শওকত আলী, মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) এ. বি. এম আবদুল হালিম, সংশ্লিষ্ট শাখার সব ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক (আইটি) মো. নূরুল ইসলাম (কিরন) এবং ইপিএস সংশ্লিষ্ট সব কর্মকর্তা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করবেন।
২. ইপিএস সংকট নিরসনে ডিলিট হওয়া কর্মীদের পুনঃরোস্টার, ব্যাচভিত্তিক সাল ও সিরিয়াল অনুযায়ী ভিসা ইস্যু বৃদ্ধি, ২১ হাজার কর্মীর কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে রাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপ এবং দ্রুত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে হবে।
৩. বোয়েসেলের পুরোনো অনিয়ম ও অদক্ষ কাঠামো ভেঙে নতুনভাবে স্বচ্ছ ও কার্যকর প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে।
আন্দোলনকারীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা প্রবাসী কল্যাণ ভবনের অবরোধ চালিয়ে যাবেন।
- এনএমএম/এমআই