রাজধানীতে স্টাফ বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে যুবক আটক

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ২০:০২
-689b0b1794490-689c9ae494b83.jpg)
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
রাজধানীর আদাবরে নাশকতার উদ্দেশ্যে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টা ১০ মিনিটে সুনিবিড় হাউজিং নব দিগন্ত আদর্শ উচ্চবিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে এ ঘটনা ঘটে।
আটক যুবক- মো. আমিনুর রহমান ওরফে আমিন (২৬)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রামের প্রয়াত জলিলের ছেলে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, আমিনুরসহ আরও কয়েকজন মোটরসাইকেলে করে এসে বাসে অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন। স্থানীয়দের নজরে পড়লে তারা আমিনুরকে আটক করে মারধর করেন, তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি একটি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।
- এনএমএম/এমআই