Logo

রাজধানী

প্রাইভেটকারে ২ মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১১:১৮

প্রাইভেটকারে ২ মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য তৈরি হয়েছে। এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

পুলিশ জানায়, গত সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালের বেজমেন্ট পার্কিং থেকে চালক জাকির হোসেন ও মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। দুজনেরই বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। তারা দীর্ঘদিন ধরে বন্ধু ছিলেন এবং ভাড়ায় প্রাইভেটকার চালাতেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, রোববার (১০ আগস্ট) ভোরে নোয়াখালী থেকে একজন রোগী ঢাকায় আনার পর প্রাইভেটকারটি হাসপাতালের পার্কিংয়ে ঢোকে। এরপর থেকে গাড়িটি আর বের হয়নি। পরদিন দুপুরে গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আওলাদ হোসেন বলেন, মরদেহে কোনো দৃশ্যমান আঘাত বা হত্যার আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম জানান, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে কোনো অস্বাভাবিক ঘটনা বা সন্দেহজনক ব্যক্তিকে পাওয়া যায়নি। সিআইডি, ময়নাতদন্ত ও রাসায়নিক পরীক্ষার ফল মিলিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

  • এনএমএম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর