
রাজধানীর বনানীতে একটি সিসা বারে কথা কাটাকাটির জেরে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানার ১১ নম্বর রোডের ১০০ নম্বর বাসার ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাহাত হোসেন রাব্বি মহাখালী হাজারী বাড়ির বাসিন্দা ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিসা বার থেকে নামার সময় রাব্বির সঙ্গে মুন্না নামে এক যুবকসহ আরও ৬-৭ জনের মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা রাব্বিকে এলোপাতাড়ি মারধর ও ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি ও ডান হাতের কনুইয়ে একটি করে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় রাব্বিকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, রাব্বি তার বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন। কথা-কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা রাব্বির পূর্বপরিচিত। তারা প্রায়ই এ সিসা বারে আসতেন। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাব্বির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
এনএমএম/এমবি