আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৪:০৯

গ্রাফিক্স : বাংলাদেশের খবর
আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় সংবাদকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
শনিবার (১৬ আগস্ট) কর্মসূচিটি আশুলিয়া থানার সামনে অনুষ্ঠিত হয়। এ সময় থানার অফিসার ইনচার্জ আবুল হান্নানও উপস্থিত থেকে সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং আশুলিয়ায় ৭১ টিভির সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, অথচ সেই সত্য প্রকাশ করলেই হামলার শিকার হচ্ছেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
মানববন্ধনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সংবাদকর্মী অংশ নেন।
হাসান ভূঁইয়া/এএ