Logo

রাজধানী

বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৮:২৭

বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ফরিদুল (৪০), রাব্বি (১৭) ও লিটন (৩৫)। এ সময় সাহিনুর নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। 

শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বসুন্ধরার ‘ই’ ব্লকের ১৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ভাটারা থানার ওসি (অপারেশন) মোস্তাফিজুর রহমান বাংলাদেশের খবরকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের পানির ট্যাংকে কাজ করতে গিয়ে তিন জন মারা গেছেন। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট হওয়া যায়নি।’

তবে তাদের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টেও হতে পারে আবার ট্যাংকে জমে থাকা গ্যাসের কারণেও হতে পারে ধারণা ব্যক্ত করে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, ফায়ার সার্ভিস ভালো বলতে পারবে। এছাড়া পোস্টমর্টেম রিপোর্ট পেলেও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় একজন অসুস্থ হয়ে পড়েছিলেন। তার নাম সাহিনুর মিয়া। তিনি কুর্মিটোলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর