ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন : ডিএমপি

বাংলাদেশ প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৩:০৬

ধানমণ্ডি ৩২ এলাকা থেকে আটক হওয়া মো. আজিজুর রহমান (২৭) নামের এক রিকশাচালককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়ানো হত্যা মামলার খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ আগস্ট আজিজুর রহমানকে ধানমণ্ডি ৩২ থেকে আটক করা হয়। পরে ১৬ আগস্ট ধানমণ্ডি থানার এপ্রিল মাসে রুজুকৃত একটি নিয়মিত মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. আজিজুর রহমানকে যে মামলায় আদালতে পাঠানো হয়েছে তা দণ্ডবিধি (পেনাল কোড) অধীনে একটি নিয়মিত মামলা। কিন্তু বিভিন্ন মাধ্যমে বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর।
এ বিষয়ে অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
এনএমএম/এমবি