---2025-08-17T194845-68a1dea5c9f7e.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন লাগার পর মাত্র ২৯ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দিলে মোট ১০ ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় এলাকায় কয়েক মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
- এনএমএম/এমআই