১০১ টাকায় আজ রাজধানীতে দোকান পাচ্ছে ৫ শহীদের পরিবার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৩৮
---2025-08-19T083621-68a3e398b94a9.jpg)
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরে প্রতীকী মূল্য ১০১ টাকার বিনিময়ে ৫ শহীদ পরিবারের হাতে দোকানের দলিল তুলে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের বিপরীতে স্বাধীন বাংলা সুপার মার্কেটের স্বাধীন বাংলা রেস্টুরেন্ট প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
স্বাধীন বাংলা সুপার মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ পরিবারের আর্থিক অসচ্ছল সদস্যদের হাতে দোকানের মালিকানার দলিল হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট 'মিরপুর ফ্যাসিস্টমুক্ত দিবস-২০২৫' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাজার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, মিরপুর এলাকায় শহীদ হওয়া ৫ জন শহীদের পরিবারের হাতে আজীবন ব্যবহারের জন্য দোকান বরাদ্দ দেওয়া হবে। যাচাই-বাছাই শেষে যেসব পরিবারের হাতে দোকানের দলিল হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা হলেন-
১. শহীদ সিফাত : দলিল গ্রহণ করবেন তার পিতা কামাল হাওলাদার।
২. শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারী : দলিল গ্রহণ করবেন তার ভাই আব্দুল্লাহ আল মারুফ পাটোয়ারী।
৩. শহীদ হাফিজুর রহমান : দলিল গ্রহণ করবেন তার স্ত্রী মোছা. বিথী খাতুন।
৪. শহীদ ফজলু : দলিল গ্রহণ করবেন তার স্ত্রী সুরাইয়া।
৫. শহীদ মনিরুজ্জামান মোল্লা : দলিল গ্রহণ করবেন তার স্ত্রী সামিরা ইসলাম তানবী।
আয়োজনে সংবাদকর্মীদের উপস্থিত থেকে কভারেজ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
- এইচকে/এমআই