নাশরুস সীরাহ’র সীরাত সেমিনার শুক্রবার, থাকছেন বরেণ্য আলেমগণ

ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৯:০৭

আগামী ২২ আগস্ট, শুক্রবার বাদ জুমা রাজধানীর পুরানা পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে নাশরুস সীরাহ ঢাকা -এর ‘অনলাইন সীরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫’ আয়োজিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাজীপুরের প্রখ্যাত আলেম মুফতি লেহাজ উদ্দিন। আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা যাইনুল আবিদীন, মুফতি আব্দুস সালাম, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী ও মুফতি সাইদ আহমাদসহ দেশের খ্যাতনামা আলেম ও চিন্তাশীল ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পরিচালক সিফাতুল্লাহ ফাহিম বাংলাদেশের খবরকে বলেন, ‘আমরা প্রতিটি ঘরে ঘরে রাসুল (সা.) এর সীরাতকে বাস্তবিক জীবনে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আগামী ২২ আগস্ট সীরাত সেমিনার অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৫ আগস্ট সকাল ১০টা ১ মিনিটে নাশরুস সীরাহ ঢাকা -এর অনলাইন সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা থেকে নির্বাচিত সেরা ১৫ জন বিজয়ীকে আসন্ন অনুষ্ঠানে ৩০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হবে বলে জানা গেছে।
আইএইচ/