রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে শোরুমে ঢুকল ট্রাক, প্রাণ গেল চালকের

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১২:৫৮

ছবি : সংগৃহীত
রাজধানীর বাড্ডায় কংক্রিট মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শোরুমে ঢুকে পড়ে। এতে সাইদুর রহমান (৫০) নামে ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে প্রগতি সরণি লিংক রোডের বায়তুল আমান জামে মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
বাড্ডা থানার ডিউটি অফিসার (এসআই) সৈয়দ গোলাম মওলা জানান, ট্রাফিক জামে অসুস্থ হয়ে পড়েন চালক সাইদুর রহমান। এসময় তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং শোরুমে ধাক্কা দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। তার বাবার নাম আজিজুল হক।
এনএমএম/এএ