
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) দুপুর ২টা ৩৭ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তীতে এ বিষয়ে জানানো হবে।
এনএমএম/এমবি