Logo

রাজধানী

শাহজালাল বিমানবন্দর থেকে মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৭:০০

শাহজালাল বিমানবন্দর থেকে মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মানব পাচার চক্রের এক সদস্য সাখাওয়াত হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে চার্টার ফ্লাইটে (UZ-222) আউটপাসে দেশে ফেরেন ১৭৫ জন বাংলাদেশি। যাত্রীদের জিজ্ঞাসাবাদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ফরম পূরণের সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় সাখাওয়াত গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃত ফেনী সদর উপজেলার মধুআই গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে লিবিয়ায় মাফিয়া সিন্ডিকেট পরিচালনা এবং অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদর থানাতেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের আছে।

সিআইডি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাখাওয়াত হোসেন স্বীকার করেছেন যে, তিনি প্রায় ৪০০–৫০০ বাংলাদেশিকে ৪টি বোটে করে লিবিয়া থেকে ইতালিতে অবৈধভাবে পাঠান এবং এর মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেন। এসময় তিনি আরও কয়েকজন মানব পাচারকারী ও সহযোগীর নাম প্রকাশ করেন। তাদের মধ্যে রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেলপার মো. শওকত আলী (৪৭) এবং আরও ৪–৫ জন অজ্ঞাত সহযোগী, যারা বিদেশে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পাচার, আটক ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, মানব পাচার প্রতিরোধে সিআইডির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর