Logo

রাজধানী

দোহারে আওয়ামী লীগ নেত্রী ও সন্ত্রাসী সেন্টু গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৯:২৪

দোহারে আওয়ামী লীগ নেত্রী ও সন্ত্রাসী সেন্টু গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ঢাকার দোহারে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেত্রী সাজেদা ইসলাম শেখ রুনু (৩৬) ও সন্ত্রাসী শফিকুল ইসলাম সেন্টু।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে গ্রেপ্তার হয় তারা।

পুলিশ জানায়, সাজেদা ইসলাম শেখ রুনু ৫ আগস্টের পর থেকে নিয়মিত ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্ট শেয়ার ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছিলেন। তিনি দোহার উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য, সাবেক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা এবং উপজেলা আওয়ামী লীগের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

অন্যদিকে, একই অভিযানে ধরা পড়া ঢাকা দোহারের সন্ত্রাসী শফিকুল ইসলাম সেন্টু ওরফে পীর সেন্টু ওরফে হজ বাবা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও উপজেলা চেয়ারম্যান আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী ও ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর