Logo

রাজধানী

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১২:২৭

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩

রাজধানীর গেন্ডারিয়ায় সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়ে বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার হরিচরণ রোডের একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও ছেলে মেজবাহ উদ্দিন (২৮)।

স্বজনদের বরাতে জানা গেছে, তারা ওই ভবনের দ্বিতীয় তলায় বসবাস করেন। মাঝ রাতে হঠাৎ পাশের বিদ্যুতের ট্রান্সফরমারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাসায়। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হন পরিবারের তিন সদস্য। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোরে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমার ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের পুরো শরীর (১০০ শতাংশ) দগ্ধ হয়েছে।

এছাড়া তিনজনেরই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর