Logo

রাজধানী

রাজধানীতে উলামা জনতা ঐক্য পরিষদের সেমিনার অনুষ্ঠিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৪:৪০

রাজধানীতে উলামা জনতা ঐক্য পরিষদের সেমিনার অনুষ্ঠিত

রাজধানীর কাকরাইলে উলামা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে ‘অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ ও উলামা জনতার সম্মিলিত আকাঙ্ক্ষা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) কাকরাইলে আইডিইবি কাউন্সিল হলে এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতারা অংশ নেন।

সেমিনারে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার। প্রধান অতিথি ছিলেন হেফাজতের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামীদ।

বক্তারা বলেন, ‘মার্কিনিদের তাবেদারি থেকে নিজেদের মুক্ত করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মার্কিনিরা আমাদের ফুল দেয় ঠিকই, কিন্তু গাজায় ধ্বংসযজ্ঞ চালায়। শান্তি প্রতিষ্ঠার নামে মানবাধিকার কমিশনের তথাকথিত কার্যক্রম বর্জন করতে হবে। তাদের কোনো সহযোগিতাই আমাদের দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা রক্ষায় কাজে আসবে না।’

তারা আরও বলেন, ‘এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অবশ্যই নবীজির আদর্শে ঐক্যবদ্ধ থেকে জ্ঞান-বিজ্ঞান চর্চায় মন দিতে হবে। তা না করে বিপ্লব-পরবর্তী সময়ে ছাত্রজনতাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। দুনিয়াতে আর কোথাও এমন নজির নেই। আমাদের মনে রাখতে হবে, মাথায় পাগড়ি বেঁধে বুকের রক্ত ঢেলে না দিলে ফ্যাসিস্টের পতন হতো না। দেশের পরিবর্তনটাও আসত না।’

সেমিনারে আরও বক্তব্য রাখেন মুফতী কাজি মোহাম্মাদ ইবরাহীম, মুফতী মোহাম্মাদ জসীমউদ্দিন রহমানী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মীর ইদরীস নদভী, মাওলানা আবু তাহের, মাওলানা মনির হোসাইন কাসেমী, খেলাফত আন্দোলন বাংলাদেশের মাহাসচিব মুফতী ফখরুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আবুল কালাম হুমায়ুন কবির, রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হক, কর্নেল (অব.) শামসুজ্জামান, সিয়ান পাবলিকেশনের প্রকাশক আবু তাসমিয়া আহমেদ রফিক, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. সারোয়ার হোসাইন, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আসিফ মাহতাব উৎস, ডেসটিনি সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী, ইনকিলাবের সহসম্পাদক মেহেদী হাসান পলাশ, আমারদেশের সিনিয়র সাংবাদিক আবু সুফিয়ান, মাওলানা রুহুল আমিন সাদী, অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান রায়হান, লেফটেন্যান্ট আবরার ইনতেশার ইনজিমাম, উলামা জনতা ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য মাওলানা হেলাল উদ্দিন, ছাত্রনেতা আয়মান কায়সার প্রমুখ।

আইএইচ/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅভ্যুত্থান জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর