Logo

রাজধানী

মাইলস্টোন ট্র্যাজেডি : বার্ন ইনস্টিটিউটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:১৯

মাইলস্টোন ট্র্যাজেডি : বার্ন ইনস্টিটিউটে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাসনিয়া নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন বিন রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তাসনিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল ১৫ বছর।

চিকিৎসকরা জানান, তার শরীরের ৩৫ শতাংশ বার্ন ইনজুরি ছিল। এ নিয়ে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০। এছাড়া এ দুর্ঘটনায় মোট মৃত্যু হয়েছে ৩৬ জনের। এ ঘটনায় আহত হয়ে বার্ন ইনস্টিটিউটে আরও ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর