Logo

রাজধানী

মহাখালীতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, মূল আসামি গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৪:০৭

মহাখালীতে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, মূল আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর মহাখালী টিবি গেট এলাকায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের ঘটনায় আলোচিত মূল আসামি মো. জসিম উদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

এর আগে শুক্রবার রাতে গাজীপুরের পুবাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

মো. জসিম উদ্দিন গাজীপুর জেলার পুবাইল থানার পুবাইল গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে মহাখালী টিবি গেট এলাকায় চাঁদপুর ড্রাগ হাউজ নামের একটি ফার্মেসীতে ঢুকে অস্ত্র ঠেকিয়ে ১০ হাজার টাকা আদায় করে জসিম। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজের ভিত্তিতে জসিমকে শনাক্ত করা হয়। যদিও তিনি পেশায় পানি ব্যবসায়ী। তবে দীর্ঘদিন ধরে মহাখালী-বনানী এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মারামারিসহ অন্তত তিনটি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম অস্ত্র ঠেকিয়ে চাঁদা আদায়ের ঘটনাটি স্বীকার করেছেন। তিনি জানান, আরও এক সহযোগীর সঙ্গে পরিকল্পনা করেই এ ঘটনা ঘটান। তবে অভিযানের সময় সহযোগী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার জসিম উদ্দিনকে বনানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

এমএএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর