বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:২৮
-Hospital-68aa78cf51da6.jpg)
ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুর থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত নদীর পৃথক দুটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে রয়েছে ৩ বছরের এক শিশু, দুই নারী ও একজন পুরুষ। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন জানান, কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর কিছু দূরত্বে জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে একজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
ডিআর/এমবি