Logo

রাজধানী

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৫ মামলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৩:৫৪

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৫ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন সড়কে পরিচালিত এ অভিযানে ১ হাজার ৭১৫টি মামলা দায়ের করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্যমতে, শুধু মামলা দায়েরেই সীমাবদ্ধ থাকেনি অভিযান; এ সময় ২৯৮টি গাড়ি ডাম্পিং ও ১২৩টি গাড়ি রেকার করা হয়।

অভিযানের বিষয়ে ডিএমপি জানায়, নগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের ছাড় দেওয়া হবে না। নগরীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এনএমএম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডিএমপি মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর