
রাজধানী ঢাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ অভিযানে মাত্র একদিনেই ২ হাজার ৫১১টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়। এ সময় আইন ভঙ্গের দায়ে ৩৯৭টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। আইন ভঙ্গকারীদের ছাড় না দিয়ে প্রতিদিনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনএমএম/এমবি