Logo

রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১১:২০

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

ছবি : বাংলাদেশের খবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এক যাত্রীর কাছ থেকে ৮ কেজির বেশি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

এ ঘটনায় গায়ানার নাগরিক এম এস পেটুলা স্টাফেল নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় এখনো জানানো হয়নি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তার জানান, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর৬৩৮ ফ্লাইট ঢাকায় অবতরণ করে। ওই যাত্রী গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় বিশেষ তল্লাশির সময় লাগেজ থেকে ২২টি ফয়েল মোড়ানো ডিম্বাকৃতি প্যাকেট উদ্ধার করা হয়। এগুলোর ভেতরেই ছিল কোকেন। উদ্ধারকৃত কোকেনের মোট ওজন ৮.৬৬ কেজি।

তিনি আরও জানান, অভিযানের সময় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা, উপপরিদর্শক, সিপাহি, বিমানবন্দর থানা পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ অভিযানে দেশের অভ্যন্তরে বড় ধরনের মাদক চালান প্রবেশ রোধ সম্ভব হয়েছে।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি শাহজালাল বিমানবন্দর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর