স্থায়ী ক্যাম্পাসের দাবিতে টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:১২

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর গাবতলী ও টেকনিক্যাল মোড় সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা।
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর গাবতলী ও টেকনিক্যাল মোড় সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তারা দাবি করছেন, অধ্যাপক ডা. এ কে আজাদ খান স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এজন্য বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে কার্যত অস্তিত্বহীনতার মধ্য দিয়ে যাচ্ছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
এসআইবি/এমবি