৩ দাবিতে আজও প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, তীব্র যানজট

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১২:৩৫

তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীরা আজও ( বুধবার, ২৭ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। বুয়েট ছাড়াও রুয়েট, চুয়েট, কুয়েটসহ বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছেন। অবরোধের কারণে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-
১. নবম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান) পদে নিয়োগের জন্য সকল প্রার্থীকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রি থাকা বাধ্যতামূলক হবে।
২. টেকনিক্যাল দশম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী বা সমমান) পদে নিয়োগ পরীক্ষা উন্মুক্ত করতে হবে, যাতে ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারীরা উভয়ে অংশ নিতে পারেন।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না।
এছাড়া শিক্ষার্থীরা নন-অ্যাক্রেডিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।
শাহবাগ মোড় অবরোধের কারণে ঢাকার বিভিন্ন সড়কে চলাচল ব্যাহত হয়েছে। মৎস্য ভবন ও কাঁটাবন মোড় হয়ে আসা যানবাহন শাহবাগে প্রবেশ করতে পারছে না, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহণ ব্যবহারকারীরা।
আন্দোলনকারীরা বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা রাতেও আন্দোলন চালিয়েছি। তবে দাবি না মানায় গতকাল থেকে সড়ক অবরোধের মতো কর্মসূচি হাতে নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়ব না।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, যানজট নিয়ন্ত্রণে রাখতে কাঁটাবন, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিকল্প রুট চালু করা হয়েছে।
ডিআর/এমএইচএস