শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২৩:২২

শেখ মো. সাজ্জাত আলী। ছবি : সংগৃহীত
তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে গিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।
ডিএমপি কমিশনার বলেন, আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখপ্রকাশ করছি। এ ঘটনার তদন্তে আমি আগামীকালই (বৃহস্পতিবার) একটি কমিটি গঠন করব।
আন্দোলনকারীদের প্রতি স্নেহ প্রকাশ করে তিনি আরও বলেন, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই। তোমরা ভালো থাকো, এটাই আমার কামনা।
এসময় রংপুরে সংঘটিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। ইতোমধ্যে সেখানে একটি জিডি হয়েছে এবং আসামিকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।
এনএমএম/এমআই