প্রকৌশল অধিকার আন্দোলন : ডিসির কুশপুত্তলিকা দাহসহ সড়ক অবরোধ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২১:২৯
-68b075df0ec0b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর মৎস্য ভবন মোড়ে সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করেছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। এসময় তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুত্তলিকা দাহ করেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনার, টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন, প্রেসক্লাব ও হাইকোর্ট অতিক্রম করে মৎস্য ভবনের সামনে পৌঁছান।
পরবর্তীতে শিক্ষার্থীরা ডিএমপি সদর দপ্তরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ মৎস্য ভবন মোড়ে বাধা দেয়। এসময় সড়কে বসে পড়েন তারা। এতে ওই এলাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
তবে কদম ফোয়ারা থেকে শাহবাগগামী আংশিক সড়ক দিয়ে সীমিত আকারে যান চলাচল অব্যাহত ছিল। শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স চলাচলে অনুমতি দেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা অবরোধ তুলে নেন।
পরবর্তীতে বিক্ষোভকারীরা রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)–এর সামনে গিয়ে অবস্থান নেন। এতে শাহবাগমুখী সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীন আল মোহাম্মদ তাসরিফ বলেন, আমাদের আজকে দুটি দাবি স্পষ্ট। প্রথমত, স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে এবং তাকেও ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, প্রকৌশল অধিকার আন্দোলনের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করতে হবে।
এর আগে বুধবার (২৭ আগস্ট) শাহবাগ অবরোধ থেকে যমুনা অভিমুখে যাত্রা ঘিরে শিক্ষার্থীদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিপেটার ঘটনা ঘটে। এতে বহু শিক্ষার্থী আহত হন। ওই ঘটনার পর আন্দোলনকারীরা পূর্বের তিন দফার সঙ্গে যুক্ত করে নতুন পাঁচ দফা দাবি ঘোষণা করেন।
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি :
১. শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ও জবাবদিহি করতে হবে।
২. বিদ্যমান কমিটি বাতিল করে শিক্ষক ও প্রকৌশল আন্দোলনের প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে এবং নির্বাহী আদেশে তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. বুয়েট শিক্ষার্থী রোকন আলীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে চাকরিচ্যুত করতে হবে।
৫. শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।
আগের তিন দফা দাবি :
১. ইঞ্জিনিয়ারিং ও নবম গ্রেডে (সহকারী প্রকৌশলী পদ) প্রবেশের ক্ষেত্রে সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না।
২. টেকনিক্যাল দশম গ্রেড (উপ-সহকারী প্রকৌশলী পদ) পূরণের জন্য ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া যারা প্রকৌশলী পরিচয় দেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
এনএমএম/এএ