রাজধানীতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৯:২৮

ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় কাকরাইলের জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাপা ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।’
তবে সংঘর্ষের বিষয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সংঘর্ষের পর বিজয়নগর এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা সদস্যদের পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে।
এনএমএম/এএ