Logo

রাজধানী

জিএম কাদেরকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জুলাই রেভ্যুলেশনের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:৩০

জিএম কাদেরকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জুলাই রেভ্যুলেশনের

ছবি : বাংলাদেশের খবর

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারসহ ৫ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘জুলাই রেভ্যুলেশন’।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে জিএম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনটির মুখপাত্র ‘ফ্যান্টাসির মাহমুদ’ এ ঘোষণা দেন।

বিক্ষোভ চলাকালে জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেন নেতাকর্মীরা। এ সময় ‘জাতীয় পার্টি নিষিদ্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পুরো এলাকায় পুলিশের কড়া অবস্থান লক্ষ্য করা যায়।

ফ্যান্টাসির মাহমুদ বলেন, ফ্যান্টাসির মাহমুদ বলেন, ‘আমাদের ৫ দফা দাবি রয়েছে। প্রথমটি হচ্ছে, ভিপি নুরের ওপর কার নির্দেশে হামলা চালানো হয়েছে তা তদন্তের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বের করে তাকে শাস্তির আওতায় আনতে হবে । দ্বিতীয়টি, ২৪ ঘণ্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে। তৃতীয়টি, পুলিশ সংস্কার কমিশন পুনর্বহালসহ তাদের কার্যক্রম গতিশীল করতে হবে। চতুর্থটি, ৫০ হাজার বিপ্লবী পুলিশ নিয়োগ দিতে হবে । পঞ্চমটি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সকল কুকর্ম তদন্তের মাধ্যমে তাদের নিষিদ্ধ করতে হবে।’ 

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বৃহত্তর বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর