
ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় ৩ জন গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর ধানমন্ডিতে ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির অফিসে সংঘটিত দস্যুতার ঘটনায় তিনজনকে আলামতসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইয়াছিন আরাফাত (২৪), মো. রাজীব হাওলাদার (২৩) ও মো. রায়হান (২১)।
পুলিশ জানায়, গত ২৩ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে চারজন দুর্বৃত্ত কোম্পানির অফিসে ঢুকে ম্যানেজারকে ধারালো চাপাতি দেখিয়ে জিম্মি করে তার মানিব্যাগ, মোবাইল ফোন ও একটি বাইসাইকেল ছিনিয়ে নেয়। পরে সারাদিন তাকে চেয়ারে বেঁধে মারধর করে এবং টাকা দাবি করে।
পরদিন ঘটনাস্থলে গেলে কোম্পানির চেয়ারম্যান মাসুদকে চাপাতি দিয়ে আঘাত করে আহত করে দুর্বৃত্তরা। এ সময় তারা ৫০ লাখ টাকা দাবি করলেও শেষ পর্যন্ত ৫০ হাজার টাকা নিয়ে ভুক্তভোগীদের ছেড়ে দেয়।
এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৯ আগস্ট জিগাতলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত বাইসাইকেল, ২৪ হাজার টাকা, চাপাতি বহনে ব্যবহৃত ব্যাগ ও ঘটনার দিন পরিহিত দুটি শার্ট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
এনএমএম/এমবি