আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত, আটক ১০২

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬

রাজধানীর আদাবরে পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় অন্তত ১০২ জনকে আটক করেছে যৌথবাহিনী। ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় অন্তত ১০২ জনকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আদাবরে পুলিশ সদস্য আল আমিনকে কুপিয়ে আহতের ঘটনায় এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ঘটনায় জড়িত কয়েকজন রয়েছেন। যাচাই-বাছাই চলছে। পাশাপাশি এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আদাবর থানার টহল পুলিশ সুনিবিড় হাউজিং এলাকায় যায়। এ সময় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে গেলে পুলিশের গাড়িচালক আল আমিন ধারালো অস্ত্রের কোপে আহত হন। তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আল আমিন আদাবর থানায় গাড়িচালক হিসেবে কর্মরত। তিনি একটি পিকআপভ্যানে করে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় গাড়ির কাছে থাকা চালক আল আমিনকে একটি পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা কারা বা কোন গ্রুপের, তা খতিয়ে দেখা হচ্ছে।
এনএমএম/এমবি