Logo

রাজধানী

রাজধানীতে ২ ট্রাফিক পুলিশকে মারধর, ১ চিকিৎসক আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১

রাজধানীতে ২ ট্রাফিক পুলিশকে মারধর, ১ চিকিৎসক আটক

ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশের ২ সদস্যকে মারধরের অভিযোগে মুগদা মেডিকেল কলেজের ১ চিকিৎসককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন—ট্রাফিক পুলিশের এএসআই রবিউল হাসান ও কনস্টেবল রবিউল ইসলাম।

ট্রাফিক মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. ফজলুল করিম বলেন, ‘খিলগাঁও রেলক্রসিং এলাকায় স্বাভাবিক নিয়মে সিগনাল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। এ সময় এক চিকিৎসকের গাড়ি সিগনালে আটকে যায়। গাড়ি ছাড়তে বিলম্ব হওয়ায় তিনি ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে রাগারাগি শুরু করেন এবং অভিযোগ তোলেন যে টাকা ব্যতীত গাড়ি ছাড়া হয় না।’

তিনি আরও জানান, ‘ওই চিকিৎসক তখন পুলিশ সদস্যদের ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে চলে যান। কিছুক্ষণ পর চার-পাঁচটি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জনকে নিয়ে ফিরে এসে তিনি ট্রাফিক পুলিশের দুই সদস্যকে বেধড়ক মারধর করেন।’

ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রথমে তারা এসে কনস্টেবল রবিউলের গোপনাঙ্গে লাথি মারে। এরপর এএসআই রবিউল হাসান এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়।’

পুলিশ জানায়, আটক চিকিৎসকের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তাকে খিলগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

খিলগাঁও থানার এসআই মো. গুলজার হোসেন বলেন, ‘আটক চিকিৎসক স্বীকার করেছেন যে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির জের ধরেই এ ঘটনা ঘটেছে। মারধরে অংশ নেওয়া অন্যদের খোঁজও নেওয়া হচ্ছে।’

পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঢাকার খবর ডিএমপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর