বেতন ভাতার দাবিতে কুড়িলে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৫

ছবি : সংগৃহীত
রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে প্রায় ৫০০ শ্রমিক এই কর্মসূচি শুরু করলে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই রুটে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
গুলশান ট্রাফিক বিভাগ জানায়, শ্রমিকরা ইনকামিং ও আউটগোয়িং উভয় সড়ক বন্ধ করে দেওয়ায় উত্তরা–বাড্ডা–রামপুরা রুটের যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি বিকল্প রুটে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
- খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী-বনানী অভিমুখে যাতায়াত।
- রামপুরা থেকে কুড়িলগামী যানবাহন বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১, গুলশান-২ হয়ে উত্তরের দিকে যাওয়া।
- ৩রামপুরা থেকে নতুন বাজার হয়ে গুলশান-২ হয়ে উত্তরের দিকে যাওয়া। একইভাবে রামপুরাগামী যানবাহন মহাখালী–তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবে।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে।
এনএমএম/এমএইচএস