রাজধানীতে নুরের ওপর হামলার প্রতিবাদে টায়ার জালিয়ে বিক্ষোভ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬

ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর পল্টন এলাকায় নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এর কারণে পল্টন এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এসময় সংগঠনের নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
বিক্ষোভে উপস্থিত নেতারা বলেন, সরকার ভিন্নমতের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে নুরের ওপর হামলা চালিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হামলা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এনএমএম/এএ