Logo

রাজধানী

শুক্রবার সমাবেশের ঘোষণা দিয়ে গণঅধিকার নেতাদের পল্টন ত্যাগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯

শুক্রবার সমাবেশের ঘোষণা দিয়ে গণঅধিকার নেতাদের পল্টন ত্যাগ

ছবি : সংগৃহীত

তিন দফা দাবির বাস্তবায়ন চেয়ে রাজধানীর পল্টন মোড়ে অবরোধ কর্মসূচি পালন শেষে তা প্রত্যাহার করেছে গণঅধিকার পরিষদ। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে বুধবার বিকেল ৫টার দিকে বিজয়নগরের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে অবস্থান নেয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ফলে আশপাশে যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। তবে প্রায় ১ ঘণ্টা পর জনস্বার্থের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করেন রাশেদ খান।

সমাবেশে তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ চৌদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান। একইসঙ্গে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শাহবাগে ‘ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক সংহতি সমাবেশ’ আয়োজনের ঘোষণা দেন। তার দাবি, এই সমাবেশে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দল উপস্থিত থাকবে।

রাশেদ খান অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রমও দ্রুত নিষিদ্ধ করতে হবে। তারা এ দেশের দল নয়, ভারতের দল। শুধু তাই নয়, ফ্যাসিস্টের দোসর চৌদ্দ দলের শরিক দলগুলোকেও নিষিদ্ধ করতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

তিনি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ জানালেও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের কার্যালয়ের দরজা ভেঙে হামলা করা হয়েছে। এ ধরনের ঘটনা আর হতে দেওয়া হবে না।’

অবরোধ কর্মসূচি করায় জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে রাশেদ খান বলেন, ‘আমরা সরকারকে সহযোগিতা করছি, চাই না তারা ব্যর্থ হোক। আমরা আইন অমান্য করিনি। চাইলে জাতীয় পার্টির কার্যালয়ের একটি ইটও অক্ষত থাকতো না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শাকিল উজ-জামানসহ কেন্দ্রীয় নেতারা।

এনএমএম/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর