শনিবার ঢাকায় ঈদে আজম উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াতের সমাবেশ

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

ছবি : সংগৃহীত
পবিত্র ও মহান ঈদে আজম উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীতে সমাবেশ ও আনন্দ র্যালির আয়োজন করেতে যাচ্ছে ইনসানিয়াত বিপ্লব ও বিশ্ব সুন্নী আন্দোলন, ঢাকা মহানগর শাখা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক মাঈনউদ্দীন টিটুর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।
বার্তায় বলা হয়েছে, রাজধানীর প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সভা দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে আনন্দ র্যালি হাইকোর্ট মাজার প্রাঙ্গণে গিয়ে সালাতু সালাম ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
ঐতিহ্যবাহী ওই র্যালিতে পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ এবং নারী-পুরুষ সমানভাবে অংশ নেবেন।
ঈদে আজম উপলক্ষে আল্লামা ইমাম হায়াত ওই বার্তায় বলেন, ‘সমগ্র মানবমন্ডলীর জন্য দোজাহানের দিশা ও কল্যাণ নিয়ে দয়াময় আল্লাহ-তাআলার মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের দুনিয়ায় শুভাগমন দিবস সত্যান্বেষী মানুষের জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া, সর্বশ্রেষ্ঠ দিবস, দয়াময় আল্লাহ-তাআলার সবচেয়ে বড় রহমত ও নেয়ামত প্রাপ্তির আনন্দ শোকরিয়ার দিবস, ঈদে আজম আমাদের জাতীয় ও জনজীবনে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ উপলক্ষ।’
সংগঠনের পক্ষ থেকে পাঠানো বার্তায় ১২ রবিউল আওয়ালকে মুসলিম উম্মাহর জীবনের সর্বশ্রেষ্ঠ দিবস হিসেবে আখ্যা দিয়ে এ দিনটিকে জাতীয় ও সামাজিক জীবনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে বিশ্ব সুন্নী আন্দোলনের এ অনুষ্ঠানটি গুরুত্বের সঙ্গে সম্প্রচার করতে গণমাধ্যমগুলোকে আহ্বান জানানো হয়।
ডিআর/এএ